মূলঃ আমির আজিজ অনুবাদঃ আহমাদ সাব্বির
সব মনে রাখা হবে, সব কিছু
গেঁথে রাখা হবে মনের গহনে
তোমার লাঠি আর গুলিতে যারা নিহত হয়েছে
আমার বন্ধুসব
তাঁদের স্মরণে হৃদয়কে অস্থির রাখা হবে,
সব মনে রাখা হবে, সব কিছু মনে রেখে দেয়া হবে,
আর তুমি ‘কলমবাজ’দের দ্বারা মিথ্যা লিখবে আমাদের জানা,
আমাদের রক্ত দিয়ে হলেও
সত্য অবশ্যই লিখে রাখা হবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রেখে দেয়া হবে
মোবাইল টেলিফোন ইন্টারনেট দিন দুপুরে বন্ধ করে
নিঝুম অন্ধকার রাতে গোটা শহর নজরবন্দ রেখে
হাতিয়ার নিয়ে অকস্মাৎ আমার ঘরে ঢুকে পড়া,
আমার শরীর-মাথা, আমার সাদামাটা জীবনকে চূর্ণ করে যাওয়া,
আমার ‘চওড়া’ পাঁজড়ে মাঝ রাস্তায় ফেলে তোমার আঘাত করা
নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে অট্টহাসিতে তোমার ফেটে পড়া
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে
দিনের আলোয় মিষ্টি মধুর কথা বলা সামনে থেকে, আর
কথায় কথায় ‘সব কিছু ঠিক আছে’ আওড়ে যাওয়া
এদিকে রাত হতেই ‘হক’প্রার্থী মানুষের ওপর লাঠি চালানো, গুলি বর্ষানো
আমাদের ওপর হামলা করে আমাদেরই হামলাকারী বানানো
সব মনে রাখা হবে, সব কিছু
এবং এটাও মনে রাখা হবে যে,
কী কী উপায়ে তোমরা দেশকে টুকরো টুকরো করার চক্রান্তে মেতেছো
আর এটাও মনে রাখা হবে যে,
দেশকে একাট্টা রাখতে আমরা কী কী পন্থায় সচেষ্ট থেকেছি আমরা
সব মনে রাখা হবে, সব কিছু
আর যখনই পৃথিবীর কোথাও স্মরণ করা হবে
এই সময়ের কাপুরষতা
তোমার কাজকে মনে করা হবে,
আর যখনই মনে করা হবে জীবনের জয়োগান গেয়ে গেছে কারা পৃথিবীর কোথাও
আমাদের নাম মনে করা হবে,
‘কিছু মানুষ ছিলো পৃথিবীর বুকে
যাদের হিম্মত কমেনি কখনও লৌহদণ্ডের মুখে
কিছু মানুষ ছিলো যাদের যমিন বিক্রিত হয়নি
ইজারাদারদের সামন্য কড়িতে
কিছু মানুষ ছিল যারা অবিচল ছিলো
পাহাড়সম তুফান তাদের সমুখে আসার পরও
আর কিছু মানুষ ছিলো
যারা জিন্দা ছিলো নিজেদের পায়ের ওপর
তাদের মৃত্যুর পরোয়ানা আসার পরও’।
হতে পারে, চোখ ভুলে গেছে পলক ফেলতে মুহূর্তের জন্য
হতে পারে, পৃথিবী কিছু সময়ের জন্য ভুলে বসেছে তার ঘূর্ণন
কিন্তু, আমাদের ছিন্নপত্রের ফরমানকে
আমাদের চৌচির কণ্ঠের আওয়াজকে
মনে রাখা হবে
তুমি রাত লিখো, আমরা চাঁদ লিখবো
তুমি জেলে দাও, আমরা ফাঁসি চাইবো
তুমি এফ আই আর লিখো, আমরা ‘তৈয়ার’ লিখবো
তুমি আমাদের মেরে ফেলো
আমরা ভূত হয়ে জন্মাবো
আর তোমাদের হত্যাকাণ্ডের তাবৎ প্রমাণ লিখবো,
তুমি আদালত থেকে ‘দালালী’ লিখো
আমরা দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো,
বধিরও শুনতে পাবে এত সুউচ্চে বলব
অন্ধও পড়তে পারে এত স্পষ্ট লিখবো,
তুমি কালো ‘পদ্ম’ লেখো আমরা লাল গোলাপ লিখবো,
তুমি জমিনে জুলুম লেখো, আসমানে ‘ইনকিলাব’ লিখে দেয়া হবে,
সব মনে রাখা হবে, সব স্মৃতি মনের গহিনে রেখে দেয়া হবে,
আর যেন তোমার নামের ওপর লা’নত পাঠানো যায়
যেন তোমার অবয়বে কালিমা লেপন করা যায়
তোমার নাম, তোমার অবয়ব ‘আবাদ’ রেখে দেয়া হবে,
সব মনে রাখা হবে, সব কিছু মনে রেখে দেয়া হবে।