গত এক বছরে মুগ্ধতা ডট কমে প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে সর্বাধিকবার পঠিত লেখাগুলোর মধ্য থেকে (পেজ ভিউয়ের ভিত্তিতে) সেরা তিনটি লেখার লেখক হলেন যথাক্রমে
১. ফেরদৌস রহমান পলাশ
২. সিরাজুম মনিরা
৩. ফেরদৌস রহমান পলাশ (ভিন্ন আরেকটি লেখার জন্য)।
তাঁদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এই প্রক্রিয়াটি আমরা এখন থেকে প্রতি মাসে করব ইনশাআল্লাহ।