মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

সাংবাদিক রশীদ বাবু আর নেই

মুগ্ধতা প্রতিবেদক

২২ মে, ২০২১ , ১০:১৫ পূর্বাহ্ণ ;

রংপুর প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক রশীদ বাবু ইন্তেকাল করেছেন।

শনিবার (২২ মে) ভোর ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

সাংবাদিক রশীদ বাবু রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জুম্মাপাড়া করিমিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ, শিখা সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রোটারিয়ান ছিলেন। তিনি ক্রিকেটকর সোহরাওয়ার্দী শুভর বাবা।

মরহুমের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর প্রেসক্লাব চত্বরে তার মরদেহ রাখা হবে।

বাদ আসর জুম্মাপাড়া করিমিয়া মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।

সাংবাদিক রশীদ বাবুর মৃত্যুতে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমানসহ সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *