রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
নদ-নদী ও পুকুর ভরে
ভরে ডোবা খাল
উঠোন জুড়ে জলের খেলা
খোকা-খুকু ভাসায় ভেলা
এলে বর্ষাকাল।
বৃষ্টি পড়ে কদম ডালে
শাপলা, বেলী, পদ্ম গালে
চুইয়ে পড়ে টুপ
গাছের সবুজ পাতার ভাঁজে
প্রকৃতিও রঙিন সাজে
দেখতে অপরূপ !
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পড়লে পড় ছাতায়
কিন্তু তুমি পড় নাকো
খুকুর বই ও খাতায়।
বৃষ্টি তুমি ভেজাও ভূমি
ভেজাও বালুচরও
না ভিজিয়ে বই ও খাতা
একটু সবুর করো।
টাপুর টুপুর পড়লে পড়ো
কদম গাছের শাখে
দুপুর বেলা শালিক, ঘুঘু
খেলতে তোমায় ডাকে।
ব্যাঙ করে না গান
সাপের সাথে ব্যাঙের নাকি
বড্ড অভিমান !
সাপ করে ঠিক ভান
ব্যাঙকে বলে তুই যে বন্ধু
আমার জানের জান।
ব্যাঙ যে সন্ধিহান !
হঠাৎ করে আমার প্রতি
কিসের এত্ত টান ?
সাপ বড় বেঈমান
আমায় খেতে নিশ্চয়ই এটা –
সাপের অভিযান !
পদ্ম হাসে, শাপলা হাসে
হাসে কলমি ফুল
রং বাহারি ! ফুলের শোভায়
হাসে নদীর কূল।
ভেলায় চড়ে, না’য়ে চড়ে
খোকা তুলে ফুল
তাই না দেখে নাচে খুকি
করে হুলুস্থুল !
ঠিক তখনই কোলাব্যাঙে
গায় যে মধুর গান
বর্ষা রূপে অবাক চেয়ে
জুড়ায় মন ও প্রাণ।