প্রয়াত সাহিত্যিক ও শিক্ষাবিদ রকিবুল হাসান বুলবুলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ১৬ মার্চ সোমবার। তিনি ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ হিসেবে অবসরের পর তিনি মৌচাক পত্রিকার উপদেষ্টা, ছড়া সংসদ রংপুরের উপদেষ্টা, রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সহ-সভাপতি, দুপ্রক রংপুরের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লিটল ম্যাগাজিন, সাহিত্য সংগঠন, সামাজিক সংগঠন ও নাট্য সংগঠনসহ মোট ১৬ টি সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন এর সভাপতিত্বে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন দুপ্রক রংপুরের সভাপতি সুশান্ত চন্দ্র খাঁ, প্রফেসর মোঃ শাহ আলম, বনমালি পাল, মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল, লেখক আনোয়ারুল ইসলাম, ডাঃ মফিজুল ইসলাম মান্টু, এডভোকেট মুনির চৌধুরী, রংপুর বেতারের সংগীত প্রযোজক এ কে এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, ছান্দসিক সহ-সভাপতি রশিদুস সুলতান বাবলু, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, অ্যাডভোকেট শিরিনা, দিলারা হোসেন দুলালী, মতিয়ার রহমান, প্রফেসর আকলিমা বেগম, তাসমিন আফরোজ নিশি, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি সাত্বিক শাহ আল মারুফ, সাধারণ সম্পাদক এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, দুয়ার স¤পাদক এস এম সাথী বেগম, ফিরেদেখা স¤পাদক মাসুদ রানা সাকিল, লেখক সংসদ রংপুরের সহ-সম্পাদক আহসান হাবিব রবু, ছান্দসিক সাধারণ সম্পাদক মমিন উদ্দিন পাটোয়ারী, স্বর্ণনারী এসোসিয়েশনের সভাপতি সারথী রানী সাহা প্রমুখ। উপস্থিত ছিলেন মৌচাক সহকারী সম্পাপদক কবিরাজ ইসমাইল মোল্লা, ছররা সম্পাদক এস এম খলিল বাবুসহ অনেকে। সঞ্চালনা করেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ। তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।
উল্লেখ্য স্মরণ সভার আয়োজন করে সাহিত্যের কাগজ মৌচাক, ছররা, ফিরে দেখা, অভিযাত্রিক, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ, লেখক সংসদ, লেখক সংসদ, শিখা সংসদ, স্বর্ণনারী এসোসিয়েশন, সুজন রংপুর, রঙ্গপুর সাহিত্য পরিষৎ, বিভাগীয় লেখক পরিষদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর, পেশাজীবী পরিষদ রংপুর, ছান্দসিক, ছড়া সংসদ রংপুর।
https://bestadalafil.com/ – legit cialis online Iizpvb Legally Doryx Bacterial Infections Ydqysu Cialis Aqgmtb https://bestadalafil.com/ – Cialis