আমরা নিয়ে এলাম আপনার ব্যস্ততা বাড়ানোর ফন্দি! অবরুদ্ধ সময়ে বসে বসে গল্প, কবিতা আর ছড়া লিখুন। নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করুন। নিচে হ্যাশট্যাগ #মুগ্ধতা_সাহিত্য দিন। এরপর আপনার কয়েকজন লেখক বন্ধুকে মেনশন করুন লিখতে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। এই সময়কালের মধ্যে আপনি যতবার ইচ্ছা লিখতে পারবেন।
লেখাগুলো নতুন হতে হবে আর পূর্বে ফেসবুক বা অন্য কোন মাধ্যমে প্রকাশিত হওয়া চলবে না। ইতোমধ্যে সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ হতে থাকবে mugdhota.com – এ।
৩০ এপ্রিলের পরে কী হবে? আমরা গল্প, কবিতা আর ছড়া-প্রত্যেক শাখা থেকে আলাদা করে কয়েকজনকে পুরস্কৃত করবো ঘোষণা দিয়ে।
তবে শুধু পুরস্কারের আশাতেই সবাই লিখবেন এমনও না, কেউ কেউ আমাদের পুরস্কারের চেয়েও বড় মানের লেখক আছেন, তারা এমনিতেই আমাদের উৎসাহিত করতে লিখবেন!
তাহলে আর দেরি করছেন কেন? শুরু করে দিন! আর হ্যাঁ, আপডেটগুলো জানতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, পারলে রিকমেন্ড করুন!
দ্রষ্টব্য: যে কোন লেখা বাতিল করার ক্ষমতা মুগ্ধতা ডট কম সংরক্ষণ করে।