মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

সৈয়দ আবুল মকসুদ আর নেই

মুগ্ধতা প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২১ , ১২:২৫ পূর্বাহ্ণ ;

খ্যাতিমান লেখক ও বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ আর নেই। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর ছেলে সৈয়দ নাসিফ মকসুদ গণমাধ্যমকে জানান, বিকেলে শ্বাসকষ্ট হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁর মৃত্যু ঘটে।

সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের নানা ক্রান্তিকালে, বৈশ্বিক নানা অনাচারের সময় তাঁর কলমের পাশাপাশি সরব প্রতিবাদ করে গেছেন। মিথ্যা অজুহাতে ইরাকে আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে তিনি দুই খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় পরতে শুরু করেন। আমৃত্যু তিনি এই ব্রতে অটল ছিলেন।

পত্র-পত্রিকায় কলাম লেখা, বিখ্যাত ব্যক্তিদের জীবন ও ইতিহাস বিষয়ে রচনার পাশাপাশি তিনি কাব্যগ্রন্থও রচনা করেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০ টির বেশি।

জানা গেছে, সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম। শৈশব থেকে আবুল মকসুদ দেশি বিদেশি বিভিন্ন পত্রিকা পড়ার সুযোগ পান।

তাঁর কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *