মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

সোমের কৌমুদীর কয়েকটি কবিতা

সোমের কৌমুদী

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ ;

সোমের কৌমুদীর কয়েকটি কবিতা

হাইব্রিড স্বপ্ন

স্বপ্নগুলো আজ হাইব্রিড ফসলে পরিণত হয়েছে।

দেখতে প্রকাণ্ড হয়েছে,

বেশ নাদুস নুদুসও;

কিন্তু বিস্বাদ, অন্তঃসারশূন্য।

 

হৃদয় আজ আদি ও অকৃত্রিম স্বপ্ন খুঁজে ফেরে,

পলি মাটির আবরণে

জৈবিক সার দিয়ে;

চাষাবাদ করা স্বপ্নকে চায়, বুকে আঁকড়ে ধরতে।

 

হোক বা না হোক, ক্ষতি কী!

শুভ হবে কী না, জানি না ! জানা নেই।

কিন্তু এই যে শুভ-র অপেক্ষায় থাকা,

এই অপেক্ষাই তো বিবর্ণ বর্তমানকে

দুমড়ে মুচড়ে ফেলছে মহাকালের বুকে।

 

শুভ হবে কী! আপাত দৃষ্টিতে দৃশ্যত উজ্জ্বল আগামী!

 

হোক বা না হোক, ক্ষতি কী? ক্ষতি নেই।

এই যে শুভ-র অপেক্ষায় থাকা অপেক্ষার প্রহরগুলো

সেই তো শুভ-র শ্রেষ্ঠতর রূপ!

 

শুভ হবে কী না, জানা নেই।না হলেও ক্ষতি নেই।

 

কথা শেষে কথাগুলো

কথা শেষ হলে কথা বলতে যাওয়া কষ্টের

কথা তখন নীরবতা হয়

শব্দিত হয়েও শব্দহীন হয়,

কথাগুলো তখন শব্দ হয়েও দুঃখ হয় শব্দের।

 

কথা শেষ হলে কথা বলতে যাওয়া কষ্টের

কথা তখন চোখের জল হয়

চোখের জল তখন অশ্রু হয়,

অশ্রু তখন উপহাস হয় বা চিরকালীন দুঃখ হয় জীবনের।

 

কথা শেষ হলে কথা বলতে যাওয়া কষ্টের

কথা তখন হাসি হয়

হাসি তখন সুখ হয়,

সুখ তখন জীবন হয় বা পাথেয় হয় জীবন চলার পথের।

 

কথা শেষ হলে কথা বলতে যাওয়া কষ্টের

কথা তখন শোষিত হয়

কথা তখন শোষক হয়,

শোষক কথাগুলো মুক্ত হয়, হয়ে যায় আমজনতার।

 

কাশফুল সন্ধ্যা

মৃদু বয়ে চলা জলের বুকে নেমে আসে

শুভ্রতা ছড়ানো কাশফুল এক সন্ধ্যা,

নদী তীরের শতবর্ষী গাছের শাখে

নীড়ে ফেরা পরিতৃপ্ত পাখিগুলো খোশগল্পে মাতে।

জীবনটা জীবনের মত উপভোগ্য মনে হয় ওদের

আনন্দগীতির সুর আচ্ছন্ন করে রাখে শরতের সান্ধ্য আকাশ।

 

তীরবর্তী মানুষের জীবনের কাছে জীবন পায় না অবকাশ

জীবনের দেহে তারা সেঁটে দেয় জীবনের প্রলেপ।

কাশফুল সন্ধ্যা রাত হয়ে নামে পৃথিবীর বুকে

জীবন ধাবিত হয় জীবনের দিকে।

 

সোমের কৌমুদী
Latest posts by সোমের কৌমুদী (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *