মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

স্বগতোক্তি

মাসুদ বশীর

১০ আগস্ট, ২০২০ , ৮:৫০ পূর্বাহ্ণ

মাসুদ বশীরের কবিতা-স্বগতোক্তি

তুমি আমার নীলখামেতে হলুদ আলো,

তুমি আমার শার্টের ছিন্ন বোতাম কালো।

তুমি আমার হাঁটার পথে আমার ছায়া,

তুমি আমার মনের ভেতর সুখের মায়া।

তুমি আমার ঘুমের ভেতর স্বপ্নগুলো,

তুমি আমার গভীর রাতের কর্মধূলো!

তুমি আমার জীবন যাপন রঙের খেলা….

তুমি আমার দুচোখতে হরেক মেলা!

তুমি আমার কন্ঠে জাগা সুরের দোলা_

তুমি আমার-

তাইতো তোমায় যায়না ভোলা….

মাসুদ বশীর
Latest posts by মাসুদ বশীর (see all)