যার জন্য হাজার রকম
স্বপ্ন সাজাই আমি,
যার জন্য টেনশনেতে
সবসময়ই ঘামি।
যার জন্য ঘুম আসে না
রাত কাটে না রাত,
তার জন্য বাড়িয়ে আছি
ভালোবাসার হাত।
কিন্তু সে তো হাত ধরে না
না’ও করে না আবার,
স্বপ্ন গুলো আশায় থাকে
ভালোবাসা পাবার।
ব্যর্থ হয়ে দৌড়ে পালায়
তবুও স্বপ্ন ধরি,
পালানো সব স্বপ্ন ফেলে
আবার স্বপ্ন গড়ি।
নতুন স্বপ্নেও ঘুরে ঘুরে
আবারও ও আসে,
স্বপ্ন জানে, আমারই মন
তাকেই ভালোবাসে।
মোকাদ্দেস-এ-রাব্বী
শিশুসাহিত্যিক, রংপুর
এই লেখাটি #মুগ্ধতা_সাহিত্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত। প্রতিযোগিতার নিয়ম জানতে ক্লিক করুন এখানে