মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

হলুদ বিকেলগুলি

মুগ্ধতা.কম

২৭ জুন, ২০২০ , ৮:২৩ অপরাহ্ণ

হলুদ বিকেলগুলি

ঘাস ফড়িঙরা উড়তে পারে,

উড়তে পারে বিকেল জুড়ে মেঘ

মেঘ বালিকা ঘুরতে পারে

ঘুরতে পারে কোমল ভাবাবেগ।

তোমায় আঁকতে কল্পনাতে

ছড়িয়ে দিলাম স্মৃতির রঙিন তুলি

আলতো করে দিলাম তাতে

আমার সাধের হলুদ বিকেলগুলি।