মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

হাইকু

মিনহাজ উদ্দিন শপথ

২৪ ডিসেম্বর, ২০২২ , ১১:৩৪ পূর্বাহ্ণ

কবিতা - হাইকু

১.

একলা থাকি

নিঝুম নীরবতা

শুধুই ফাঁকি।

২.

আমার মন

ভাবছে সরলতা

চির আপন ।

৩.

এখানে ওরা

শীতের আয়োজনে

পড়েছে ধরা।

৪.

আমার ঘর

নীরবতার ফণা

তৈরী কবর ।

৫.

তোমার ওম

অসাড় দেহটাকে

দিয়েছে দম।

৬.

কথার লোভে

বেঁচে থাকে জীবন

তুমি সৌরভে।

৭.

ওগো রাঁধুনি

তোমার ভাবসাব

কেমন জানি।

৮.

ঐ চোখে বিষ

আমাদের বিনীতা

বলেন ইস্!

৯.

একটা পাখি

মেঘের কালো ঘর

ঝাপসা আঁখি ।

১০.

একটা মুখ

এই দুপুর রোদে

দারুন সুখ।

১১.

ওহে প্রেমিকা

বুকে রঙিন ফুল

কেন এ ধোঁকা।

১২.

এ বুকে বুক

ভালোবাসার ওম

আরো থাকুক।