১.
কথায় কথায় মানে খোঁজো,
মানে খোঁজার মানে কী?
সব কথারই সরল মানে
সকল মানুষ জানে কী?
সহজ মানে, কঠিন মানে,
আরো কত মানে যে!
উল্টো, সোজা, ব্যঙ্গ মানে
জীবনে সবখানে যে।
সারক্ষণই মানে খুঁজে
যায় না হওয়া পন্ডিতও!
সহজ মানেও হিতের বদল
পায় বিপরীত গণ্ডি তো।
শরৎকালে বৃষ্টি হলে
তার মানে কী বর্ষাকাল?
বিরাট নদী শুকিয়ে গেলে
যায় কী বলা সরু খাল?
মানে বোঝার কম-বেশিতে
গো-মুর্খরা বিগড়ে যান।
মানে মানেই কেটে পরেন
জ্ঞানী গুণী বুদ্ধিমান।
একই শব্দ, অনেক মানে,
প্রয়োগ বিধি জানা চাই,
কথায় কথায় সকল কথার
মানে খোঁজার মানে নাই।
২.
গোলাপ যখন ফোটে,
চারদিকে মন আকুল করা
সুবাস তখন ছোটে।
ইচ্ছে জাগে গোলাপ হয়ে
পাপড়ি মেলাতে,
এই পৃথিবীর সবার মাঝে
গন্ধ বিলাতে।
চাঁদনি যখন ওঠে,
স্নিগ্ধ আলোর হাসির ঝলক
নিসর্গটার ঠোঁটে।
হতাম যদি চাঁদের মতো
ছড়িয়ে দিতাম আলো,
ঘুচিয়ে দিতাম সকল আঁধার
সব হৃদয়ের কালো।
কোকিল যখন গায়,
গানের সুরে ক্লান্ত পথিক
উদাস মন জুড়ায়।
গানের পাখি পারলে হতে
পূর্ণ হতো আশা,
মধুর সুরে বিলিয়ে দিতাম
সকল ভালোবাসা।