অমপুর হামার অঙ্গে ভরা
অঙ্গীণ হামার মন
অঙ্গীণ দ্যাশোৎ হামার আছে
সাত আজার ধন।
বেগম ওকেয়ার জন্ম হইল
হামার অমপুরোত
এশশাদ মামুর জন্মও কিন্তু
হামার বাড়ির গোড়োত।
প্রধানমন্ত্রী শ্যাখ হাসিনা
তায়ো হামার নোক
বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার
জন্যে হামার শোক।