মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

হেলেন আরা সিডনীর কবিতা

হেলেন আরা সিডনী

২৮ মার্চ, ২০২১ , ১:০০ পূর্বাহ্ণ

আমি নেশাখোর..আমি খুনী..আমি ধর্ষক..আমি বেঈমান

সত্যের আলো নিভিয়ে আমি মিথ্যে মোহের নির্যাসে জীবন খুঁজি
আমি বিদগ্ধ প্রেতাত্মা, জলন্ত আগুনে পোড়া জিন্দা লাশ
বেঁচে থাকবার নিখুঁত সত্যের সাধনা সেই কবে কেমন করে
আমার জীবন থেকে নির্বাসিত হয়েছে জানা নেই।

আমি নষ্ট মানুষ..বিষের বিষাক্ত জলপানে আমি নীল
প্রতিহিংসা-প্রতিশোধের বাসনালদ্ধ মায়াজালে আমি আবদ্ধ
আমি উচ্ছন্নে যাওয়া মানুষরূপী শয়তান, আমি হায়েনা
ঘৃণিত ক্রুদ্ধ ঝড়ের তাণ্ডবলীলার অভিশপ্ত জীবনযাত্রী
আমি মানবতার মূল্যবোধ অবমাননার হিংস্র দানব
হাজারো মা – বোনকে নৃশংস ভাবে ঘৃণার নেশায় করেছি বলকারক খাদ্য
বন্য জন্তুর মতো লুন্ঠন করে নিয়েছি মাতৃত্বের ভালোবাসা
আমি অসভ্য – কুলাঙ্গার – উলঙ্গ কামাতুর পিশাচ
আমি ভণ্ড – মাতাল আমায় যে ভাবে ইচ্ছে মৃত্যু দাও।

অন্ধকার জগতের বাসিন্দা আমি, বিবেকবোধের তিরস্কারে অহরহ মরছি
আমার জ্বালাময় বুকের আগুনে আমি পুড়ছি, আমি পোড়াচ্ছি
আমার পশুত্বের জন্য এ দেশ – এ সমাজ থরথর কম্পনে অস্থির।
কিন্তু কি জানো আমি বাঁচতে গিয়েই মরে গেছি এ পথে
আমি ঘৃণা করি..এই কলংকিত নামকরণগুলোকে আমি ঘৃণা করি
এই স্বাধীন বাংলাদেশে যে শয়তান প্রাণপ্রিয় নারীর
মাতৃত্বের স্বাদের যৌনাঙ্গকে কলংকিত করে আমাকে এনেছে
যে নারী স্বীকৃতির ভয়ে আমায় ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে
আমি সেই বাবা – মা পরিচয়হীন এক জারজ সন্তান।

পথ আমার ঠিকানা..ঠিকানাহীন স্বাধীনতার বাংলায় আমি সন্ত্রাস
কেনো এমন হলো বলতে পারো কেউ? কেউ বলতে পারো না…..
ভালোবাসা…ব্যাভিচারী-প্রতারণাময় মিথ্যে ভালোবাসার ফসল বলে
কি দোষ আমার? আমার বাবা – মা কোথায়?
আমি ঘৃণ্য পশু..তাই ঘৃণ্য থেকে ঘৃণ্যতর কাজই আমার পেশা
আমি বাঁচতে চেয়েছিলাম…রাজপথ ছেড়ে ঘর
চেয়েছিলাম
জীবন সত্যের হাত ধরে সুন্দরের পথে হাঁটতে চেয়ে ছিলাম
আমি পাই নি..কিচ্ছু পাই নি..আমি ডাস্টবিনের খাবার খেয়ে বেঁচে থাকি

আমি স্বউচ্চারিত অপরাধী বিবেক হয়ে অভিশপ্ত মানবাত্মার কথা বলছি
জানি তা বিশ্বাসযোগ্য কথা নয় ; ক্ষমার যোগ্য নয়
তবু বলি – বিষন্নতার ক্লান্তি ; পাপ আমায় কুরে কুরে শেষ করছে
সামনে আর কোনো পথ নেই ; বেঁচে থাকার পথ নেই ..
তাই কিছু প্রাপ্তি নেই ; কোনো ভালোবাসাও নয় প্রাপ্তি
সম্ভব নয়..কোনো কিছু সম্ভব নয় নিশ্চিত মৃত্যুই আমার কাম্য।
এই দেশ…এই সমাজ…এই বিশ্বস্ত সৎ মানুষের কাছে আমি মৃত্যু চাই।

প্রাণপ্রিয় স্বাধীনতা হয়েছে আমার স্বেচ্ছাচারিতা
পবিত্রতার বিজয় আনন্দ – উল্লাস আমার নষ্টামীর উম্মাদনা
আমি ক্লান্ত…আমি এক বিন্দু শান্তি চাই..নিশ্চিন্তে ঘুমুতে চাই
হে প্রাণপ্রিয় বাংলা…সোনার বাংলাদেশ আমায় জীবন থেকে মুক্তি দাও…
আমার অপরাধের দৃষ্টান্তমূলক মৃত্যু চাই..শুধুই মৃত্যু চাই।

 

হেলেন আরা সিডনী
Latest posts by হেলেন আরা সিডনী (see all)