মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মুগ্ধতা.কম

৩১ মার্চ, ২০২০ , ৫:২৬ অপরাহ্ণ

১০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

রংপুরের কয়েকটি সাহিত্য-সংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এবং ব্যক্তিগত কয়েকজনের সহযোগিতায় রংপুর নগরীর কয়েকটি এলাকা মিলে একেবারে হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়েছে।

প্রথম দফায় ৪ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ২ কেজি আলু ও ১ টি সাবান করে সরবরাহ করা হয়।

দ্বিতীয় দফায় চাল ডাল আলু ও সাথে তেল প্রদান করার সিদ্ধান্ত হয়।

এসব বিতরণে মৌচাক পরিবার, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখা, জাতীয় কবিতা পরিষদ রংপুর ও পাশে আছি সংগঠন উদ্যোক্তা হিসেবে কাজ করে।

আর্থিক সহযোগিতায় ও বিতরণে উপস্থিত ছিলেন মৌচাক প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক রেজাউল করিম মুকুল, বিশিষ্ট কথাসাহিত্যিক, লেখক ও সংগঠক রানা মাসুদ, মৌচাক উপদেষ্টা ও রাজনৈতিক নেত্রী আলেয়া খাতুন লাভলী, মৌচাক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রনি, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, অভিযাত্রিক সংগীত একাডেমির পরিচালক গীতিকার ও শিল্পী ফারহান শাহীল লিয়ন, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। সহযোগিতায় এগিয়ে আসেন পাশে আছি সংগঠনের পক্ষে হেলেন আরা সিডনি, বিশিষ্ট ছড়াকার আসাফা সেলিম, কবি কামরুন নাহার রেনু, মৌচাক উপদেষ্টা সাহিনা সুলতানা, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুলসহ অনেকে।