এই যে দেশের ঘ্রাণ,যেখানে অজস্র ধ্যান ছুঁয়ে থাকে সরোবরে তোমাকে-
কেনা জানে বলো, বিষন্ন বিধুর বেলায় কন্ঠ স্বরের স্তবকে এখনও সুর লহরে ভাষা’ই মাখে-
দিনের শুরু থেকে রাতের স্বরলিপিতে বাতাসে ওড়ানো চাঁদের মোহ,
তুমি কি জানো তা,
কাশফুল জ্যোস্নালোকে
স্মৃতিতরঙ্গে রাখে তোমার দ্রোহ –
ঋতু বদলের হলুদ ফিতেয় আকাঙ্ক্ষার ইচ্ছেরা রোজকার যত্ন-আত্তিতে একতারা খোঁজে,
বৈঠা টেনে যাওয়া অনামী নৌকোর ছইয়ে
প্রাণের স্পন্দনও মাখে তোমারই মাঝে-
যে দেশে সমুদ্রের উচ্ছ্বাস
আবেগ আপ্লূত হয়ে শঙ্খ চিড়ে চিড়ে ওড়ায় পতাকার জলোচ্ছ্বাস,
সেখানেও তোমার নাম জ্বলজ্বল সারাক্ষণ
জীবন আর যন্ত্রণায় সুখের পয়গামে বেসামাল হয়ে মাখে
তোমারই অনুগ্রহে দেশের বিভিন্ন স্তবকের উদ্ভাস….