প্লেন দেখতে চাইছি,আব্বা আমারে পাখি দেখাইছে
আব্বারে কইছি,পাখি আনো,আমি চইড়া বেরাবো।
আব্বা একটা টিয়া পাখির বাচ্চা আইনা দিছিলো,
খাঁচায় রাইখা পুষতেছিলাম।একদিন আব্বা কইলো
পাখি টা হাতে নিতে।তারপর কইলো উড়ায় দিতে।
আমি সম্মতি দিলাম না।”উড়ায় দিলে আকাশে উড়বো,
উড়তে উড়তে বড়ো হইবো।খাঁচায় বেশি বড়ো হইবো না।”
আমি কইলাম,উড়ায় দিলে ধরা পাবো কেমনে?
প্লেন উইড়া গেলে ধরা যায় না-কি?আব্বা কইলো,
একদিন তুই বড়ো মানুষ হইবি,সেইদিন ধরা দিবো!