তুমি রোজ সকালে শিউলি কুড়াও
ঘ্রাণে মাতাল হাওয়া উড়াও,
সেই শিউলির মালিক বানাও কাকে?
আমি নিয়ম করে রোজ তোমাকে
স্মরণ করি পুরোনো ব্যথায়,
তুমি সেই শিউলির ঘ্রাণ হয়ে
উড়ে এসে আঘাত করো যাকে?
সত্যি যদি তাই হতো!
আমি তবে হতাম কাঁচের ঘর,
কোনমতে তোমায় পুরে
শক্ত করে এঁটে দিতাম সব জানালা দ্বার।