মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভাষাসৈনিক আনিসুল হক পেয়ারা আর নেই

মুগ্ধতা প্রতিবেদক

৩০ মে, ২০২১ , ৯:২৪ অপরাহ্ণ

ভাষাসৈনিক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মীর আনিসুল হক পেয়ারা আর নেই। ৩০ মে রবিবার সন্ধ্যায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর সময়ে তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে নিউরোজিক্যাল সমস্যাসহ নানাবিধ শারীরিক জটিলতায় নিজ বাড়ি ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই বীর ভাষা সৈনিক ১৯৩৬ সালের ১৩ ফেব্রুয়ারি রংপুরের মাহিগঞ্জে জন্ম নেন । রংপুর জিলা স্কুল, রংপুর হাই স্কুল ও কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। মাহিগঞ্জের আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর নেন ১৯৯০ সালে। কিছুকাল তিনি সাংবাদিকতাও করেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, উনসত্তুরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি নানাভাবে সক্রিয় ছিলেন।

শোক প্রকাশ:

মীর আনিসুল হক পেয়ারার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। শোক জ্ঞাপনকারী সংগঠনের মধ্যে রয়েছে রঙ্গপুর সাহিত্য পরিষৎ, বিভাগীয় লেখক পরিষদ, অভিযাত্রিক, ছড়া সংসদ, ছান্দসিক, তারুণ্যের পদাবলি, মুগ্ধতা ডট কম পরিবার ইত্যাদি।