অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি শিস খন্দকাররের দ্বিতীয় কবিতার বই ‘সংসার ও দেহসমগ্র’। প্রকাশনা প্রতিষ্ঠান মূর্ধন্য বইটি বাজারে এনেছে।
বইটিতে শিস খন্দকারের বাছাই করা বেশকিছু কবিতা রাখা হয়েছে। নির্ঝর নৈঃশব্দ আকর্ষণীয় প্রচ্ছদ করেছেন।
বইমেলায় মূর্ধন্য’র ২৬৪-২৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।
এছাড়াও ২৫% ছাড়ে এবং ‘নগদ’ পেমেন্টে ২১% ক্যাশব্যাকে পাওয়া যাচ্ছে রকমারিতে। এর আগে ২০১৭ খ্রিষ্টাব্দে শিস খন্দকারের প্রথম কবিতার বই ‘আয়নায় অলীক সঙ্গম’ প্রকাশ করেছিল পাতাপ্রকাশ, রংপুর। সেই বইটি মেলায় পাওয়া যাবে পাতা প্রকাশের ৫৫৭ নম্বর স্টলে।
**
বই : সংসার ও দেহসমগ্র
লেখক : শিস খন্দকার
ধরন : কবিতা
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য
মূল্য : ২০০ টাকা
প্রকাশনী : মূর্ধন্য
স্টল : ২৬৪-২৬৫