বিভ্রান্ত পথিক
ক্লান্তিহীন চলছি পথ থেকে পথে, ছুটছি প্রান্তর থেকে প্রান্তর। খুঁজে পাইনি আজো গন্তব্য। নগর থেকে নগর, স্টেশন থেকে স্টেশন, পাহাড়-পর্বত, জঙ্গল, নদী ও সমুদ্র, কোন বন্দর ঘুরে আবার এক বন্দর, তবুও কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি আজো। অলি-গলি, সড়ক-মহাসড়ক,লেন বাইলেন কত নাম কত আকৃতি কত বিচিত্র রকমফের, কত বিচিত্র অভিজ্ঞতা; আমি চলছি ক্লান্তিহীন। আগুনের পাশে দাঁড়িয়ে […]