ষড়যন্ত্র
ছোট ছোট খুশি, প্রাণভরা হাসিদূরন্ত শৈশব, সেই সময় ভালবাসি।পথে-প্রান্তরে, বৌচি খেলার মাঠেনিঝুম দুপুরে নৌকা বাঁধ ঘাটে,কুচো সাথিদের নিয়ে বেড়িয়েছি ঘেটেগবেষক আমি, আছে কত থিসিস,আছে কত প্রহেলিকা স্মৃতির পটে পটে ছিল না কোনো নিয়ম-নীতিমানতে হয়নি সময় ভীতি,ঘুম ফাঁকি দিয়ে চলতো বৃষ্টিবিলাসখাঁ খাঁ রোদ্দুরের ধূলিমাখা তপ্ত বাতাসসবই মিশে আছে আজো অনুভূতির আকাশে।আজ আমি একা লুকিয়ে পড়ছি সেই […]