আহমেদ অরণ্য এর কয়েকটি কবিতা
এবং ছায়া-কথা ❑ ছায়ার গল্পে আমি সুখী উচ্চারণ। তথা, তুমি লুকায়িত কথা। সাধক এবং ছায়া কথা! ২. পুরোনো ব্যথার মতো ❑ মাঝে-মাঝে পুরোনো ব্যথা, চিনচিন করে ওঠা-ভালো। তোমার মুখ মনে পড়ে। আর ছিটকে পড়ে বর্তমান এবং ফর্মালিনযুক্ত আপেল! . .. তোমার হয়তো বালাশির কথা মনে আছে, মনে আছে কি? —কথা ছিল, শুধু পাশাপাশি বসে থাকব। […]