আনোয়ার হোসেন আকাশ এর কবিতাগুলো
নিঃস্বতা অক্লান্ত নিঃস্বতায় রাত্রি বাড়ে তবু, মুমূর্ষু প্রভাত রেখায় তেজস্বী কাব্যের পঙক্তি খুঁজি। শ্রান্ত শিশিরের শব্দ থেমে গেলে পড়শির পায়ে পায়ে বসন্তের আবাহনে হেঁটে বেড়াই। দীপ্যমান অজস্র মঞ্জরীতে হৃদয়ের অচ্ছেদ্য অংশে বেণী বাঁধি, যেখানে খুব্ধচিত্তে অবিশ্রান্ত অতল স্পর্শ সৃষ্টি করো তুমি। যেদিন গৃষ্মের খরতাপে পুড়ছিলে খানিক, শিমুলের শুভ্র দেহ দখিন হাওয়ায় আকাশে স্বতস্ফূর্ত ভাসছিলো দল […]