অনাঘ্রাতার বিবর্ণ প্রচ্ছদ
১. চেনা পায়ের দাগ নীল মাধব, অনাঘ্রাতা এই পথেই হেঁটে গেছে এটাই তো রোদ্রস্নান পথ মাধবীর স্নানের চিহ্ন পড়ে আছে বুনোপুষ্পের ওপর। ওই দেখো মাধব—চেনা পায়ের দাগ ধূলির ওপর পড়ে আছে অমলিন। ওই তো অদূরে মনপুরা কৈলাশ ওটাই তো মাধবীর নিবাস। নীল মাধব, আমি কি এখানেই দাঁড়িয়ে রব চিরকাল ? পথ চিনে দাও—আমিও যাবো মাধবী […]