ব্রজ গোপাল রায় এর কবিতাগুলো
মন নৈঝতে এক খণ্ড মেঘ তুমি আমার মন নৈঝতে এক খণ্ড মেঘ ঘুর্ণি তোলা ঝড় তুমি আমার বুকের ভিতর উড়নি হাওয়া ঝড় ভাঙা ঘর। তবুও আমি এই সকালে সমুজ্জ্বলে ভাবছি বসে তোমায় তুমি শুধু তোমার সুখে তোমার বুকে মগ্ন আপন খেলায়। ভগ্ন হৃদয় এই যে আমি আমার যতো ভালোবাসার গান এক খণ্ড মেঘ সেই তুমি […]