সব কুছ ইয়াদ রাখ্খা যায়েগা [সব কিছু মনে রাখা হবে]
মূলঃ আমির আজিজ অনুবাদঃ আহমাদ সাব্বির সব মনে রাখা হবে, সব কিছু গেঁথে রাখা হবে মনের গহনে তোমার লাঠি আর গুলিতে যারা নিহত হয়েছে আমার বন্ধুসব তাঁদের স্মরণে হৃদয়কে অস্থির রাখা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রেখে দেয়া হবে, আর তুমি ‘কলমবাজ’দের দ্বারা মিথ্যা লিখবে আমাদের জানা, আমাদের রক্ত দিয়ে হলেও সত্য […]