মজনুর রহমানের দুটি কবিতা
নিঃসঙ্গতা মায়ের চোখ থেকে নিঃসঙ্গতা নিয়ে এসে শহরে বাড়ি বানাচ্ছে মানুষ, এখন দুপুরের ভাতঘুমে সে দেখতে পায় বাড়ির ছাদে বৃষ্টি পড়ছে- টিপটিপ টিপটিপ টিপটিপ টিপটিপ অনবরত বৃষ্টির ছাঁটে জানালা ভিজে যাচ্ছে, অদূরে কসাইখানায় দাঁড়িয়ে কাঁদছে লাল ষাঁড় আজ তার শেষ দিন পৃথিবীর বুকে। নিচতলায় মজুরি নিয়ে চলে যাচ্ছে কারিগর সারাদিন সেও অবাক হয়ে ভাবে, এমন […]