বন্ধু এবং কয়েক টুকরো মেঘ
সহজ কথার সহজ অর্থ কখনো বোঝনি তুমি। শেষ রাতের শিশির ঝরে পড়ার মতোই, দূরত্ব ছিল তোমার আর আমার। অথচ— হৃদপিণ্ডের খুব কাছে ছিলে তুমি। ২. আমি বললাম— “আমার একটা ছোট্ট ঘাসফড়িং চাই”। আর তুমি— রঙিন প্রজাপতি খোঁজার ব্যার্থ চেষ্টা করে যাচ্ছ। ৩. প্রাপ্তির হিসেব মেলাতে গিয়ে কতদুরে সরে গেছ নিজের অজান্তেই। অথচ, প্রত্যাশার খাতাটা পূর্ণই […]