একাকিত্বের মন্ত্রী, নিঃসঙ্গতার মন্ত্রী
জাপানে মানুষের নিঃসঙ্গতা ও একাকিত্ব এত বেড়ে গেছে যে তাদের প্রধানমন্ত্রী এ মাসে একজন নিঃসঙ্গতার মন্ত্রী নিয়োগ দিয়েছেন। ফাজলামো করছি না, সত্য বলছি। করোনার সময়ে জাপানীদের নিঃসঙ্গতা ও একাকিত্ব এত বেড়ে গেছে যে প্রধানমন্ত্রী ইয়োশোহিদে সুগা টেটসুকি সাকামোতোকে তার বর্তমান মন্ত্রণালয়ের বাইরে একাকিত্ব ও নিঃসঙ্গতার মন্ত্রী হিসেবেও দায়িত্ব