শ্যামলী বিনতে আমজাদের একগুচ্ছ ছড়া
অন্তঃসারশূন্য বিবেক ভেজেছি বেগুনের মত বুদ্ধিকে ডুবো তেলে, গরম ঘি-ভাতে ওসবের সাথে হজম দারুণ মেলে। সব খেয়ে আজ শক্তি ভীষণ দাপট আমার হাই, নিঁখুত সমাজে আমার মতন কয়জন আছো ভাই? _______________________ ছুটি তুমি চলেছো মেঘ ছুঁয়ে ছুঁয়ে আমি চলেছি রথে, জানা আছে ফের দেখা হবে ঠিক- ভিন্ন দুটি পথে। দিক হারিয়ে ঠাঁয় দাঁড়িয়ে মাছ খোঁজা […]