বাবা মানে
বাবা মানে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মুখের বুলিটা বাবা মানে খেলার সাথী গায়ে মেখেও ধূলিটা। বাবা মানে হাঁটতে শেখা প্রথম ধরা হাতটা যে বাবা মানে ক্লান্তি ভুলে সবার সুখে হাসে সে। বাবা মানে মাথার ছাতা ঝড় ও রোদ্র বৃষ্টিতে বাবা মানে শক্তি সাহস পথও চলা সৃষ্টিতে।