ঊর্মি যেন দোল দিয়ে যায় উথাল-পাতাল অর্ণবে, গাছের ফাঁকে রোদের ঝিলিক কিশোর পাতা পল্লবে। হিমেল হাওয়া আছড়ে পড়ে শান্ত......
1622 Views
৮ নভেম্বর, ২০২০ , ১১:৩৭ অপরাহ্ণ
ঊর্মি যেন দোল দিয়ে যায় উথাল-পাতাল অর্ণবে, গাছের ফাঁকে রোদের ঝিলিক কিশোর পাতা পল্লবে। হিমেল হাওয়া আছড়ে পড়ে শান্ত হৃদয় হিল্লোলে, মাতাল আমার মন ভ্রমরা কান পেতেছে কল্লোলে।