কবিতা Archives - মুগ্ধতা.কম

কবিতা Archives - মুগ্ধতা.কম

মুগ্ধতা.কম

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

সাক্ষাৎ 

আবার তোমার সঙ্গে দেখা হবে বহুদিন পর।
মন যেন আজকে হাবল-পূর্ববর্তী কোনো উপদ্রবহীন
তারাঘন মায়াময় রাতের আকাশ–
নিরিবিলি নীরব নিঝুম।

বহুকাল পর আজ দেখা হবে তোমার সহিত।
জোনাকি-ফুটিয়ে-তোলা রাতের আকাশ ঝেঁপে নেমে আসবে
বিলের পানিতে। ফুটে উঠবে অগণন তারামাছ।
ধ্রুবকের মতো জ্বলবে তাদের প্রতিটি কৌণবিন্দু।

কতদিন হলো তুমি নেই এই দেশে।
উঠানে বরইয়ের গাছে চুপচাপ
ঘনিয়ে-জড়িয়ে-থাকা স্বর্ণলতাগুলি
এতদিনে বদলে গেছে জং-ধরা তামার তন্তুতে।
মৌমাছিরা সেই কবে উড়ে গেছে দূরের পাহাড়ে
ফাঁকা-ফাঁকা স্মৃতিকোষ হয়ে ঝুলে আছে
এখনো মৌচাক, কৃষ্ণচূড়া গাছে।
গুঞ্জনের রেশ, মধু ও মোমের অবশেষ, কিচ্ছু নেই কোনোখানে।

অভিমান করে নদী সরে গেছে দূরে
নাইয়র-নিতে-আসা নৌকাসহ।
তবুও এখনো
সংসারে-হাঁপিয়ে-ওঠা, ক্রমশ-ফুরাতে-থাকা
নাম-না-জানা কোনো গৃহবধূ
বিরহবিলাপ সুরে খুনখুনিয়ে গেয়ে যাচ্ছে অস্ফুট কাকুতিগান–
“ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও বাঁশি আল্লা’র দোহাই
এ-পরানের বিনিময়ে তোমার পরান দিয়ো হাসি আল্লা’র দোহাই”

কবিতা - সাক্ষাৎ - মাসুদ খান
34 Views

মুগ্ধতা.কম

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

হয়তো

হয়তো প্রতিটা বীজের অঙ্কুরোদগমে চিরকাল বিস্মিত হয় মাটি

হয়তো কোকিলের ডাক বলে যাকে ভাবতেছ তা আততায়ীর অন্তিম ইশারা

হয়তো এই স্তব্ধতা আগুন জ্বলে উঠবার মুহূর্তপূর্বের আর্তনাদ

হয়তো মুখোমুখি দুইটা আয়নার মাঝখানে পড়ে গিয়ে তুমি 

আবিষ্কার করতেছ অনন্ত অসীমের নির্জন স্পর্শ

হয়তো নিজের অস্তিত্বে আজীবন যাকে অনুভব করছ তার কোনো নাম নাই

হয়তো একদিন নির্মমভাবে চলে যেতে হবে বলে তুমি কখনও জন্মালাই না

হয়তো কোনো সমাধির ওপর বেড়ে ওঠা গাছের সজীব উজ্জ্বলতার সাথে

সমাধিস্থ রূপসীর লাবণ্যের সাদৃশ্য আছে

হয়তো এই শূন্যস্থান দুইটা বস্তুর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হাহাকার

হয়তো বীজের ভেতর একনিষ্ঠভাবে কান পাতলে শুনতে পাওয়া যায় 

আদিগন্ত কোকিলের ডাক

কবিতা - হয়তো - ফিরোজ এহতেশাম
14 Views

মুগ্ধতা.কম

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

আমাদের বাচ্চারা আর স্কুলে যাবে না

যে তোমাকে পেয়ে গেছে

সে কি বুঝে দূর?

তোমার অভাব জানে

মা হারা বাছুর। 

পাড়ার গলির মোড়ে

খিস্তির স্বরে

কারা যেন শাসায়েছে

আমি একঘরে। 

তোমাকে বুঝিনি বলে

দেহের আকাল

আমাকে ফিরায়ে দিও

ঘামের রুমাল।

মায়ের শাড়ি পরে 

মামা বাড়ি গেলে

পড়শীর বুকে ঝড়

কী আগুন জ্বলে!

ব্লাউজের পিঠে আঁকা

নয়ন তারায়

সমূহ বিপদ ছিলো

মামাতো পাড়ায়।

আমি কি ছিলাম তবে

মনে পড়া নাম? 

বিষে তো মরিনি আমি

নামে মরিলাম! 

ঘুমের আদলে আসা

ভ্রম সে দুপুরে

হাঁসের বাচ্চা হয়ে

ডুবেছো পুকুরে।

তোমাকে উড়াবো বলে

আমি নিচে ডুবি

আহারের কাদা আমি?

খোঁজো চুপি চুপি?

তোমার বিবাহ দিনে

পাড়া জুড়ে গীত

মেয়েলী বিকেল তবু

হাড়ে ফুটে শীত! 

বন্ধুদের খুনসুটি

বিধবা প্রলাপে

কাপুরুষ হয়েছিলাম

প্রথম গোলাপে।

তোমার বাসরে বাজে

সুমনের গান

নামেতেই মরে গেছে

আমাদের সন্তান।

আমাদের বাচ্চারা আর স্কুলে যাবে না?

কবিতা - আমাদের বাচ্চারা আর স্কুলে যাবে না - হোসেন রওশন
25 Views

মুগ্ধতা.কম

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

নীরবে

চুপচাপ নীরবে 

শুনশান দুপুরে, 

টিপটিপ বৃষ্টিতে

কত কথার সৃষ্টিতে,

ফিসফিস কানকথা 

হাঁটি হাঁটি যায় সেথা,

আলো আর আঁধারে

নিথর এই পাথারে,

যাত্রী বিহীন এই পথে

কলসি বিহীন সেই ঘাটে,

টুকটাক শব্দটায় 

গহীন রাতের নিস্তব্ধতায়,

তালপাতার শনশন 

সুপ্ত লাভার গনগন, 

ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ

শান্ত জলে মাঝি,

উড়ছে সেথা পনপন

যেন মাছির ভনভন, 

এত কিছুর আড়ালে 

আসল কথা ছড়ালে, 

দেখতে বড় মিষ্টি

ফেরাতে পারি না দৃষ্টি, 

সেই দৃষ্টির আড়ালে

এই হৃদয়টা নাড়ালে,

হাত দুটো বাড়ালে

আমায় ডেকে দাঁড়ালে,

বাঁকা চোখে তাকালে

ভালোবাসায় মাখালে,

তোমার প্রেমে অন্ধ

নেই যে কোথাও দ্বন্দ্ব,

ভালোবেসেছ বলে

হৃদয় দিয়েছি মেলে,

হৃদয়ে জেলেছ আলো

তাইতো বেসেছি ভালো,

তোমার ভালোবাসা আচ্ছা বেশ

নীরবে ভালোবাসা এই নয় শেষ।

কবিতা - নীরবে - প্রকৌশলী মো. শাহানুর রশিদ 
14 Views

মুগ্ধতা.কম

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ