নজরুল মৃধার কবিতাগুচ্ছ
কালপাঠ্য
আগামীকাল যদি পাওয়া যেত আজ
আজ পেতাম যদি গতকাল
তাহলে কি বদলে যেত জীবনের ঢাল।
সব সময়কে যদি বাঁধা যেত
সুসময়ের চাকায়।
তাহলে পড়তে হতো না
দুঃসময়ের গোলক ধাঁধায়।
____________________
বললাম
একদিন শহরের সেরা ভাস্কর শিল্পীকে বললাম—
আমাকে একজনের মুখের ভাস্কর্য বানিয়ে দিতে হবে।
শিল্পী বললেন কেন?
বললাম, প্রকাশ্যে রাজপথে ভাঙবো বলে।
নগরীর মস্তবড় কবিকে বললাম—
একজনকে নিয়ে নিবেদিত কবিতা লিখে দিতে হবে।
কবি বললেন কেন?
আমি বললাম—
কুচি—কুচি করে ছিঁড়ব বলে।
একদিন এক ব্যবসায়ীকে বললাম—
তুমি কী অচিন গন্তব্যের পথ দেখাবে।
ব্যবসায়ী বললেন কেন?
বললাম, নিজের সঞ্চিত অভিজ্ঞতা
নিলামে তুলব বলে।
শেষে একদিন এক নাবিককে বললাম—
সাগরে যেতে একটি জলযান দিবে।
নাবিক বললেন কেন?
আমি বললাম—
সেই জলযানসহ নিজেকে অতল জলে
তলিয়ে দিব বলে।
____________________
অপেক্ষা
মনের চাপায় পিষ্ঠ নিহত মনের ইচ্ছে হল দেহ হয়ে
ইথার ভ্রমণে যাবে।
মহাশূন্যে পরিব্যাপ্ত অতি সূক্ষ্ম কাল্পনিক বায়বীয় পদার্থ যে ইথার
তা জানা ছিলনা।
ছিলনা জানা কোন ঠিকানা।
তার পরেও খুঁজে ফিরি ইথারের প্রথম শব্দটি,
প্রথম মানব বাক্যের পাশাপাশি মহামানবদের অমিয় বাণী,
চলে যাওয়া স্বজনদের হাসি-কান্না, সুখ-দুখের কথপোকথন।
যন্ত্র-ষড়যন্ত্রের ফিসফিস শব্দ,
জীবন নামের হাইওয়ে ক্লান্তি জটে আটকে থাকা
সেই সব শব্দ খুঁজে ফিরি ইথারে।
এমন সময় বোধ বলে উঠলো
দূর বোকা এসবতো দেহের উর্ধে।
দেহ—ছেড়ে আয়, দেখবি নিঃশব্দের মাঝে শব্দের খেলা,
জলছাড়া বরফ, বায়ু ছাড়া আয়ু, অন্ধকারের আলোকছটা আরও কত কী!
তাই তো, এখন শুধু অপেক্ষা আর প্রতিক্ষা. ..
________________________
মনের পাসওয়ার্ড তোমার হাতে
মনের পাসওয়ার্ড তোমার হাতে
দেয়ার পর তুমি বলেছিলে
বার কোটি বছর আগে পৃথিবীতে
প্রথম যে ফুলটি ফুটেছিল
তা এনে দিলে সম্বৃদ্ধির আগামী উপহার দিব।
সেই ফুল হাতে দাঁড়িয়ে থেকেও—
তোমার দেখা নেই কোটি বছর।
প্রস্তর কিংবা চামড়ায় পৃথিবীর
প্রথম প্রেমপত্র লিখতে পারিনি বলে,
তুমি উপহার দিলে অনুরাগ ও অনুযোগ।
পাসওয়ার্ড হারিয়ে মন বাজারের শ্রমিক হিসেবে
এখন প্রতিদিন হাজার হাজার মন এবং মনন
উঠানামা করছি—
শুধু তোমারই আশায়।
_______________________
মঙ্গল মৃত্তিকা
বরফে—বরফ জ্বালিয়ে করি আগুন
জল ঢেলে তা হয় দ্বিগুণ
পাথরে—পাথরে রতি স্নান
প্রজাপতির গায়ে শুদ্ধতার ঘ্রাণ
কাব্যযজ্ঞে নিমগ্ন মন
মঙ্গল মৃত্তিকায় খোঁজে
নির্দোষ প্রাণ।
_________________________
নজরুল মৃধা: কবি ও সাংবাদিক, রংপুর