মিনহাজ উদ্দিন শপথ Archives - মুগ্ধতা.কম

মুগ্ধতা.কম

২৫ জুন, ২০২৩ , ১০:৩৫ পূর্বাহ্ণ

মিনহাজ উদ্দিন শপথ এর একগুচ্ছ হাইকু

১.

হলুদ ঘুড়ি 

নীল আকাশ ছাদে

কী বাহাদুরি 

২.

কেমন খেলা

ভোরের পাঠশালা

বেলা- অবেলা

৩.

বাইজি ঘর

নূপুরে ঝংকার 

রাত্রিভর

৪.

জল কাননে

মাছের বিলাপ শুনি

ভোর ফাগুনে

৫.

বাঁশের বাঁশি 

নীরবতার গান

দরদে ফাঁশি 

৬.

রঙিন হাত

বিকেল করে পাঠ

অপার স্বাদ

৭.

কুকুর ঘ্রাণে

মুনিবের শাদা জামা

বাঁচায় প্রাণে

৮.

গোলাপ ঘরে

শাদার উৎসব 

জোছনা ঝরে

৯.

খাঁচায় টিয়া

ঠোঁটে চেতনাস্বর

আমার হিয়া

১০.

ঘুঘুটা একা

দুপুরে ছায়া তলে

মনন রেখা

১২.

এই গরমে 

আলোচনায় কাক

পুড়ে শরমে

১৩.

কেমন ছায়া

 শ্রাবণ রাত্রিতে 

মিলন মায়া

১৪.

মেঝেতে লাশ

ঘরে মাছির ভোঁ ভোঁ

কেন এ ফাঁশ

১৫.

আমার গাছ 

ভাবনা তোমাকেই

সোলালি ভাঁজ

১৬.

মনের মাঝি

আমাকে নাও টেনে

প্রেমেতে মজি

১৭.

আমের আঁটি

চুষে নাও এখন

শূন্য বাটি

১৮ 

মেঘের ঘরে 

এ কোন জলছবি

বকুল ঝরে

১৯.

কী যে পুলক

ঋতুর ভাঁজে ভাঁজে

রাঙায় বুক

২০.

ছায়ার ঘরে

গাছের ইতিহাস 

ফাগুনে পুড়ে

২১

জবার ঢেউ

ভোরের গায়ে লাগে

পরানে মউ

২২.

একটা চক

কালো জলেতে নেমে 

হলো যে বক

২৩.

হলুদ জামা

চোখে আদর পেয়ে 

কী রমরমা 

২৪.

ভোরের খাতা

সারাটা রাত লিখি

অণু কবিতা

২৫.

ঋতুর গানে

রুমালে ফুল তুলি

ফাগুন টানে

মিনহাজ উদ্দিন শপথ

মিনহাজ উদ্দিন শপথ

মিনহাজ উদ্দিন শপথ এর একগুচ্ছ হাইকু
32 Views