রহমান মোস্তাফিজ
১৩ মে, ২০২১ , ১১:৫৩ পূর্বাহ্ণ ; 767 Views
বয়স হয়েছে তাই যৌবনের টান এখন হয়তো আর নেই,
তবে আবেগ আছে, হৃদ্যতা আছে,
ভালোবাসা আছে!
তোমার জন্যে অনুভূতিগুলো
এখনও দারুণ ভাবে নাড়া দেয় মনটারে!
প্রথম যখন তোমায় দেখি
অবাক হয়ে অনেকটা সময় তাকিয়ে থেকেছি,
তাকিয়ে তাকিয়ে তোমায় দেখেছি
আর ভেবেছি তুমি এত সুন্দর কেন?
তোমাকে দেখলেই কেন যেন আমার মনে হত
তুমি রবীন্দ্র সংগীত এর মত সুন্দর!
রবীন্দ্র সংগীত শুনলে মনটার ভেতর যেমন
একটা শান্তির বাতাস বয়ে যায়,
তোমায় দেখলে আমার ঠিক তেমনই হতো!
প্রথম ভালোবাসা মানুষকে হয়তো
এমনই রোমান্টিক করে তোলে!
আচ্ছা বলোতো ভালোবাসা কি চিরন্তন?
নাকি হঠাৎ করে এসে এলোমেলো
করে ফেলে জীবনটাকে,
তছনছ করে দেয় সাজানো বাগান!
মিষ্টি করে হেসে তুমি বললে,
ভালোবাসা তো হৃদয়ের গভীরের
অন্যরকম একটা স্পন্দন!
যা প্রতিটি মানুষের জীবনেই
কোন না কোন সময় আসে,
চাইলেও আসে না চাইলেও আসে!
হয়তো কেউ কেউ সেটা
অনুভব করে,
কেউ কেউ করে না!