আকাশের সাথে মাটির প্রেম বেশ পুরনো
তারা দূর থেকে তাকিয়ে থাকে
একে অপরের দিকে।
কাছাকাছি আসার সাধ আছে!
তবে তা আর হয় কই?
দিনে ব্যস্ত নগরীর কোলাহল, যানবাহন, কনস্ট্রাকশন কাজ নানাবিধ প্রতিকূলতা
তাদের মাঝে প্রেমের বাধ যেন,
তবে রাত হলে সব যখন থেমে যায়
আকাশ তার রূপ প্রেমিকার জন্য সাজায়
শত শত তাঁরা, পূর্ণিমার চাঁদ তাকে উপহার দেয়
আবার মনমালিন্য হলে অমাবস্যা সেই রাতে
থাকে না তাদের নিঃশব্দ কথোপকথন।
সূর্যের প্রচন্ড দাবদাহে যখন মাটির বুকে খরা
আকাশ মেঘ দিয়ে সূর্য ঢেকে দেয়,
বর্ষণে স্নান করিয়ে দেয় প্রেমিকা কে।
বসন্ত এলে প্রেমিকা তার বুকে সবুজ শ্যামল বৃক্ষ উজাড় করে ফুল ফোটায়,
যেন বলে “আমায় দেখো আমি সেজেছি তোমার জন্যে”
তারা মনে রাখে না তাদের এই দূরত্বের কথা,
প্রতি বর্ষায় পানির বিন্দুতে
তারা মিলিত হয় অনুভূতিতে
আর এভাবেই চলে তাদের দূরত্বের মাঝে
এক আদি-অন্তকাল ভালোবাসা।