প্রমথ রায়
১৩ মে, ২০২১ , ১১:৫২ পূর্বাহ্ণ ; 628 Views
পরিপাটি করে সেজে থাকা আমার নয়ন মিথ্যে হতাশায় কাঁদে
আমি মৃত্যুর দিকে তাকিয়ে মিথ্যে অসুখের কথা ভাবি
কৃষকের সোনালী ধানে কোনো অসুখ নেই
পাহারার কুকুরের ডাকে কোনো অসুখ নেই
ওরা অসুখ সেরে উল্লাস করে
আমরা শঙ্কিত অসুখ ফুরোবার দিন গুণি
হয়তোবা ভিজে যাবে সোনালী ধানের গাদা
নিশ্চুপ রং মেখে ভ্যাকসিন দেয়া কুকুরের শরীর
আমাদের ভোরগুলো জাগ্রত হোক
আমরাও বিশুদ্ধ করে নিই আমাদের বেঁচে থাকার অসুখগুলো।