মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আহা বিদ্রোহ

মুগ্ধতা.কম

১২ মে, ২০২১ , ১১:০৭ অপরাহ্ণ

আহা বিদ্রোহ - তৌফিক বিল্লাহ 

ওরা,

তোমার দেহের প্রশংসায় পঞ্চমুখ,

তুমি উন্মাদ,

বিদীর্ণ ভাঁজ করেছিলে উন্মুখ।

 

তারপর,

তোমার শরীরে এখন আমারও রুচি নেই,

তোমার শরীর ভরা সুগন্ধি,

দাঁড়কাক গুলার ঠোকরানো শেষেই,

সচেতন শরীর এখন দারুণ বিদ্রোহী।