মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

আহ্লাদ

আনোয়ার হোসেন আকাশ

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

কবিতা - আহ্লাদ - আনোয়ার হোসেন আকাশ

ফেসবুক ঘসে ঘসে আঙ্গুলগুলো ক্লান্ত

চোখ ঘুম ঘুম

তবু থাকি চেয়ে,

যদি কোনো কমেন্ট নিয়ে ফিরে আসে

এই পথে হেঁটে হেঁটে

হবিগঞ্জের মেয়ে॥