এলো ঈদুল আজহা
ইমান করতে তাজা
বিবেক এবার জাগ
দ্যাখ ইসমাইলের ত্যাগ।
কুর্ব থেকে কুরবানি যার অর্থ
আপন প্রভুর নৈকট্য নয় ব্যর্থ
জবেহ মানে বিনাশ অহম-আমিত্ব
দমন কর মনের পশুত্ব।
রক্ত, গোস্ত, হাড়-মজ্জা চায় না মালিক কিছু
তাকওয়া পৌঁছে যাক তবে রেজা’র পিছু পিছু।
প্রিয় পশু জবেহ করা কুরবানে মেজাজি
মনের পশু বিনাশ করা কুরবানে হাকিকি।
আত্মশুদ্ধি, দিল জিন্দা ও হুজুরি দিল
জিকির কর দিলেডুবে সদা রাত্রি-দিন।
ঈদ মানে আনন্দ-উৎসব
আমির-ফকির হয়ে এক সব।
আজহাত এ ত্যাগ বদ খাসলত
কুরিপু করো দমন।
রবের খুশিই আত্মতুষ্টি
পাবে পরম শান্তি ও ত্রাণ।