মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ঈদে আমি আসছি বলে

এম এ শোয়েব দুলাল

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

কবিতা - ঈদে আমি আসছি বলে - এম এ শোয়েব দুলাল

আকাশের নীলে শয্যা পেতে রেখো

ঈদে আমি আসছি বলে।

চাঁদকে বলে রেখো

জোছনা ছড়াতে।

তারকাকে খবর দিও হলুদ খামে

বিকেলটা সাজিয়ে রেখো ফুলে ফুলে।

সূর্য্যটা হেলে থাকে যেন পশ্চিমে

সাঁতার হবে পদ্মায়।

দুকুল ভাসাবো তিস্তায়

ঈদে আমি আসছি বলে।