ঈপ্সা

বাদল রহমান

১৩ মে, ২০২১ , ১২:০৯ পূর্বাহ্ণ ; 599 Views

ঈপ্সা - বাদল রহমান

আমি নামগোত্রবিহীন, বর্ণোজ্জ্বলহীন

এক ছেঁড়া পোস্টার।

 

কে, কবে, কখন,  ভুল করে

ঝুলে রেখেছে – বিদ্যুতের তারে

ঝড়,বৃষ্টি, রোদ – আমার অভিবাদনের স্মারক ।

 

আমার ঈপ্সাগুলো নতুন ফেস্টুনের মতো বর্ণোজ্জ্বল হলেও

ব নামীয়রা বেশী বদমাশ হয় প্রেমে

যেমন আমি একজন – বাদল।

আমি দিবা- রাত্রি ডুবে থাকি ঈপ্সার

গহন গহীনের ভেতর

 

আমার বর্ণময় শহর – ঢাকা

অনেক রক্তমাখা ইতিহাস ।

আমি উজ্জ্বলহীন সাম্যবাদী

অনেক রক্তাক্ত শ্লোগান আমার বুকে লেখা।

 

পারুল,

তোমার স্বর্ণময় শহর – কোলকাতা।

ইতিহাসের পুরাকীর্তি।

তোমার ঈপ্সা – উজ্জ্বলময় জীবন

তাই যেনো করপুটে আসে – আশীষ।

 

রাখি পূর্ণিমার রাখি লগনে

দেখা হবে না – কখনোই …

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]