মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এস এম খ‌লিল বাবুর একগুচ্ছ গীতিকবিতা

এস এম খ‌লিল বাবু

২৫ জুন, ২০২৩ , ১০:১৬ পূর্বাহ্ণ

এস এম খ‌লিল বাবুর একগুচ্ছ গীতিকবিতা

১. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

জীবন থে‌কে খ‌সে পড়া

এক‌টি ভালবাসা

আপন আয়নায় মুখ দে‌খি

‌সেখা‌নেও সেই  দুরাশা ।।

‌যেখা‌নেই আ‌মি দুহাত‌ বাড়াই

সবখা‌নে দে‌খি শুন্যতাই

এক‌টি ক‌বিতা হ‌য়ে‌ছে লেখা

‌সেখা‌নেও নেই স্বপ্নআশা ।।

‌মি‌থ্যে বন্ধ‌নে জ‌ড়ি‌য়ে থে‌কে

অনাদ‌রে নি‌য়ে যায় কে ডে‌কে

কি পেলাম সবই আজ হিসাব ক‌রি

হৃদ‌য় মা‌ঝে দে‌খি শুধু নিরাশা ।।

২. আধুনিক গান

শুন‌ছি আ‌মি কো‌কিল শ্যামার

মন মাতা‌নো সুর

সাম‌নে দে‌খি এক‌টি গ্রাম

ছায়া‌তে ভরপুর।

‌সেই‌তো আমার বঙ্গবন্ধুর

বা‌ড়ি ফরিদপুর।

খুব দূ‌রে নয়, এই‌তো কা‌ছেই

টুঙ্গিপাড়ার মা‌টি

এই খা‌নের জ‌ন্মে‌ছে যে

বাঙা‌লি সে খাঁটি ।

এক‌টি স্বাধীন দেশ এ‌নে দেয় নেতা মু‌জিব‌ুর ।

জীবনটা জু‌ড়ে দেশ‌প্রেম তার

জমাট বাঁধা বু‌কে

‌নির্ভ‌য়ে‌তে মাথা রা‌খেন

কো‌টি মানুষ সু‌খে।

‌বিশ্ব‌নেতা শেখ মুজি‌বের মনটা সম‌ুদ্দুর ।

৩. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

তু‌মি কোনটা পে‌য়ে খু‌শি হও

দুঃখ না‌কি সুখ

ফাগুন রাঙা দিন‌ট‌া নাকি

ব্যথা ভরা বুক।।

‌তোমার চো‌খে ভে‌সে বেড়ায়

ছন্দ ভরা তান

হৃদয় জু‌ড়ে ভ‌রি‌য়ে আ‌ছে

মাতাল সু‌রের গান।

প্রশ্ন জা‌গে কার কথা‌তে ভ‌রে

‌তোমার বুক।।

তু‌মি ক‌ঠিন না কি কোমল নে‌বে

সুখগু‌লো কি বি‌লি‌য়ে দে‌বে

‌কোন ছ‌বি‌টি আঁ‌কো তু‌মি

সকাল থে‌কে সাঁঝে

আ‌লো না‌কি আঁধার খো‌ঁজো

সাদা কা‌লোর মা‌ঝে।

ভাল মন্দ কোনটা পে‌লে

শিউ‌রে  ওঠে  বুক ।।

৪. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

‌তোমা‌কে ভালবা‌সি ব‌লে

‌নি‌জে‌কে ভালবা‌সি না

‌তোমার হা‌সি দেখ‌বো বলে

‌নি‌জে এখন হা‌সি না ।।

‌তোমার ভালবাসার ফাঁদে

মন জ‌ড়ি‌য়ে এখন কাঁদে

আজকাল মন দি‌য়ে মন কেনা

যায় না।।

‌তোমার হা‌সির ছটায় ছটায়

মু‌ক্তো ঝ‌রে ফোঁটায় ফোঁটায়

ফুল ফাগুনও মুগ্ধ হ‌য়ে

তোমার ক‌রে বন্দনা ।

৪. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

ডানা মেলা সুখগু‌লো তোমায় দিলাম

দুঃখ আমার হা‌তে

‌সিগ্ধ সকাল তোমার কা‌ছে

‌আঁধার আমার সা‌থে।।

‌তোমার আ‌ছে র‌ঙের নুপুর

আমার কা‌ছে তপ্ত দুপুর

‌তোমায় ডা‌কি শুদ্ধ ক‌রে

‌জোছনা ঝরা রা‌তে।।

‌তোমার আ‌ছে স্বপ্ন কথা

আমার মৌন নিঝুমতা

তু‌মি আমার অনুরা‌গের

জীবন ছায়া প‌থে।।

৫. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

হৃদ‌য়ের জ‌মি‌নে পোড়া মা‌টি আজ

বৃ‌ষ্টি ঝ‌রেনি কতকাল

‌তোমার ভালবাসা তোমার কা‌ছেই

আমার আছে স্মৃ‌তির সকাল ।।

‌যে ব্যথা এত‌দিন বু‌কে নি‌য়ে ‌বেড়ালাম

‌কেউ তা দে‌খে‌নি নির‌বেই সইলাম

‌নিয়‌তির বিধান মে‌নে নি‌য়ে

থাক‌তে হ‌বে বু‌ঝি একা‌কি চিরকাল।।

এবু‌কের গভী‌রে যে নাম‌টি শুদ্ধ ক‌রে লেখা

ম‌নের ভেত‌রের মন‌টি‌কে যায়‌নি দেখা

এত অ‌ভিমান, লু‌কোচু‌রি মাথায় নি‌য়ে

বাঁচ‌তে হ‌বে আর কতকাল।।

৬. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

তু‌মি ভালবাসার ছু‌টি নি‌য়ে চ‌লে গে‌লে

দূ‌রে গে‌লে আর এলে না

‌তোমার কি ছ‌ু‌টি শেষ হয় ন‌া 

তু‌মি বু‌ঝি মন বো‌ঝে না।।

‌দি‌নের শে‌ষে সন্ধ্যা না‌মে

আ‌সে না চি‌ঠি নীল খা‌মে

প্রদীপগু‌লো পু‌ড়ে পু‌ড়ে

জা‌নি‌য়ে দেয় তার বেদনা।।

‌তোমার প্রে‌মের একটু ছায়ায়

ঘু‌রে বেড়াই সেই  না  মায়ায়

কত রৌদ্র খরায় দাঁ‌ড়ি‌য়ে আ‌ছি

তু‌মি বৃ‌ষ্টি হ‌লে না।।

৭. আধুনিক গান

গীতিকার: এস এম খলিল বাবু

সারা দিন সারা রাত স্বপ্ন দে‌খি

এই  বু‌কে তার ছ‌বি  শুধুই আঁ‌কি

এই আ‌লে এই ছায়া বু‌কেই ঢাকি।।

হৃদ‌য়ের ক্যানভাস ভ‌রে‌ছে নী‌লে

সুখগু‌লো কু‌ড়ে কু‌ড়ে খে‌য়ে‌ছে গি‌লে

‌বিষা‌দে ভরা এই  জীব‌নে  অপূর্নতা র‌য়ে‌ছে বা‌কি।।

‌বেদনার কা‌লি দি‌য়ে লি‌খি ক‌বিতা

‌বো‌শে‌খের হাওয়া‌তে ও‌ড়ে স‌বই তা

স্মৃ‌তির পাতায় মুখ গুঁ‌জে

‌বিরহ নি‌য়ে ক‌রি মাখামা‌খি।

গীতিকারঃ এস এম খ‌লিল বাবু

এস এম খ‌লিল বাবু
Latest posts by এস এম খ‌লিল বাবু (see all)