সরকার বাবলু
১৩ মে, ২০২১ , ১:২৩ পূর্বাহ্ণ ; 563 Views
আসছি খুব তাড়াতাড়ি
পেয়ে গেছি ছুটি
রাগ করোনা ভোলার মা
কথা শুনো দুটি।
আশা করি আছো ভালো
আমি ভালো নেই
দেখলাম তোমায় স্বপ্নে সেদিন
লাগছে ভালো সেই।
ভোলা বুঝি ভারী দুষ্টু
আমার কথা বলে
পারবো নাকো সহ্য করতে
ওর কিছু হলে ।
বেতন ভাতা পাইনি এবার
আসতে হবে বাড়ি
ভোলার জন্য নতুন জামা
তোমার জন্য শাড়ি।
রঙিন স্বপ্নে ভরে গেলো
দুটি চোখের কোন
আসবে ছুটে খবর পেয়ে
পাশে মায়ার বোন।
স্বপ্ন এলো কফিন বন্দি
করতে ঈদ বাড়ি
ঘাতক ট্রাক নিলো প্রাণ
সবার আহাজারি।