মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কীসের অহংকার

শরিফুল আলম অপু

২৫ জুন, ২০২৩ , ২:২৭ অপরাহ্ণ

ছড়া - কীসের অহংকার - শরিফুল আলম অপু

কীসের বড়াই করো মানব

কীসের অহংকার?

ভেবে দেখো চোখ বুঝিলে

দুনিয়া আন্ধার।

ফিরবে যখন আপন ঘরে

থাকবে কি আর বল?

চার বেহারা পালকি হবে

কলমা পরে চল।

শুইয়ে দিবে ছোট্ট ঘরে

থাকবে নারে হুশ

করবে জেরা দুই উকিলে

চলবে না রে ঘুষ।

দুনিয়াতে করে গেছ

ক্ষমতারই রাজ

ঐ কবরে লাগবে না যে

কোনো কিছুর কাজ।

হিসাব হবে আমলনামার

মন্দ কিবা ভালো

থাকো যদি ন্যায়ের পথে

জ্বলবে সেথায় আলো।

শরিফুল আলম অপু
Latest posts by শরিফুল আলম অপু (see all)