মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কোরবানীর গরুর হাটে

মতিয়ার রহমান

২৫ জুন, ২০২৩ , ২:২৭ অপরাহ্ণ

ছড়া - কোরবানীর গরুর হাটে - মতিয়ার রহমান

কোরবানিরই কিনতে গরু আবুল গেল হাটে,
দামটা এমন চড়া দেখে বুদ্ধি না তার খাটে।

এটা দেখে সেটা দেখে মিলে না যে দামে,
গরুর পিছে ঘুরতে গিয়ে আবুল শুধুই ঘামে।

সাত শরীকে কিনবে গরু ভাবনা কীসের আর
হঠাৎ চোখে পড়ল যে তার টক্ টকে লাল ষাঁড়।

কাছে গিয়ে জিগায় আবুল মুখে নিয়ে হাসি,
দাম হাকালো গরুর মালিক মাত্র হাজার আশি।

দামটা শুনে রহিম-করিম এগিয়ে গেল ছফা,
বাবুল-কাবুল-হাবুল এসে দামটা করল রফা।

জিগায় লোকে দামটা কত? ‘কিনলাম আশি দিয়ে’,
এই কথাটা বলে আবুল, একটু কাঁশি দিয়ে।

গরুর দড়ি হাতে আবুল চলছে হাসি মুখে
অবশেষে ফিরছে বাড়ি কী যে মনের সুখে!