মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

চায়ের কাপে পরিণয়

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

১৩ মে, ২০২১ , ১:৫৪ পূর্বাহ্ণ

চায়ের কাপে পরিণয় - মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

আমার চা প্রীতি দেখে একদিন ইনবক্সে এক অপরিচিত মেয়ের আবদার। ফুটপাতে দাঁড়িয়ে একসাথে চা খাবে সে। এই বয়সে এসে কোন মেয়ের এরকম প্রস্তাব ফেলে দেয়ার মতো পাত্র আমি নই। তবুও দূরত্ব বজায় রেখে বললাম,”আচ্ছা! তা একদিন না হয় আপনার এই ইচ্ছে পূরণ করা যাবে।”

কি জানি? আমার এমন সম্মতিতে মেয়েটির ওরকম মিষ্টি হাসোজ্জ্বল ইমোজি দেবার কি’ই বা কারণ আছে, বুঝলাম না। হয়তো প্রতিউত্তরে একটা জোরালো হাসির দিয়ে এটাই বুঝিয়ে দিল যে আজই সেই মুহূর্তটি প্রাপ্য তার। এই অখন্ড অবসর জীবনে আমি আর অন্য মত দিলাম না। বিকেল চারটায় সোজা গ্রাণ্ড হোটেল মোড়ে আসতে বললাম।

সেই থেকে চায়ের নেশা চেপে বসলো আমাদের। এখন সকাল হলেই তার হাতে বানানো চা দিয়ে দিনের শুরুটা হয়।

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)