অনিরুদ্ধ সরকার প্রথম
১২ মে, ২০২১ , ১১:৪০ অপরাহ্ণ ; 679 Views
আমাকে গ্রাস করে খায়
পৃথিবীর সব আদিমতম গুহার শ্যাওলাধরা ঝর্ণার শব্দ
এক বিধ্বস্ত রানওয়েতে
ডানা ভাঙ্গা প্লেনের মৃত কংকাল ডিঙ্গিয়ে
আমি ম্যারাথনে নাম লেখাই
দাবানলে পুড়ে যাওয়া আমাজনের ঘাসের মতোই
শূন্যতার চাদর জড়িয়ে নেয় আমাকে
আমাকে মুখ ভেংচায় ডারউইনের পোষা বাদর
পলেস্তার চটা হলুদ পেট্রোল পাম্পের দেয়ালে বসা
শালিকের চোখের মতো আমার পা স্থির হয়ে আসে
বোবা নদীর কাছে আমার গল্প বলতে বলতে
ছেড়া মাস্তুল উড়িয়ে দূরে যাওয়া নৌকা
আমার চোখ ঝাপসা করে দিয়ে যায়
লাল আলোর সিগন্যালে ট্রাফিক সার্জেন্টের
কর্কশ বাঁশি গিলে খায় আমার শ্রবণশক্তি
ক্লান্ত হয়ে মুখ গুজে শুয়ে পরি বাবলা কাঁটার বিছানায় সোফার ফোমের মতো ফুটো হয়ে যাই বারবার
বিছানা হয়ে যায় বাথটব রক্তের বাথটবে ডুবে থাকি আমি
চৈত্রমাসের বিশ তারিখে পুকুর পাড়ের
আম্রপালি গাছের পাতার সাথে খসে পড়ি
আবার আমার পূনর্জন্ম হয় আমি উঠে দৌড়াই!